অনেকেই বুবলির সাথে অপু বিশ্বাসের তুলনা করে, 

আজকে বলে দিচ্ছি বুবলির সাথে কেউ অপু বিশ্বাসের তুলনা করবেন না, 

অপু বিশ্বাস অনেক আগ থেকে মিডিয়ায় কাজ করে আসছে, সে এখন সিনিয়র পর্যায়ে চলে গেছে,

তার শারীরিক গঠন এখন আর নায়িকা সুলভ নেই,

অনেকদিন ধরে মিডিয়া কাজ করলেও অপু বিশ্বাসের মনে দাগ কেটে যাবে এরকম কোন মুভি নেই, তিনি একজন ভালো অভিনেত্রীও হতে পারেনি, কিন্তু নবাগতা হিসেবে বুবলি অনেক এগিয়ে, বুবলির অর্জনও আছে অনেক অল্প কয়েক বছরে, এই দিক থেকে অপু বিশ্বাস সব সময় পিছিয়ে, এছাড়া মিডিয়াতে আসার আগে বুবলি স্টাবলিশ ছিল, ছবি করে টাকা কামানোর কোন প্রয়োজন ছিল না বুবলির, শুধু শাকিবের কারনে মিডিয়াতে আসছে বুবলি, শাকিব বুবলিকে নিয়ে আসছে আবার নিজের মুখে স্বীকার করছে বুবলির মুভি ও কিন্তু সুপার-ডুপার হিট, যেমন শিক্ষাগত যোগ্যতা দিয়ে বুবলি উচ্চ স্তরের জব করতেন তেমনি সিনেমায় এসেও ব্যবসার সফল  ছবি উপহার দিয়ে যাচ্ছে,

তাই বুবলির সাথে কেউ অপু বিশ্বাসের তুলনা করবেন না কারণ অপু বিশ্বাস জীবনে কখনো বুবলির মতো শিক্ষিত হতে পারবেনা, বুবলির মতো এতো ভালো উন্নত মানের জব করতে পারবে না অপু বিশ্বাস,


কারণ বুবলি একটা ভালো অবস্থান ছেড়ে নতুন করে সিনেমায় এসে এখানে আবার একটা ভালো অবস্থান গড়ে তুলছে, এবং কি সবার উপরে আছে বর্তমানে টপ নায়িকা বুবলি, যা অন্য সব নায়িকার বেলায় কখনো দেখা যায় না, অপু বিশ্বাস তো জীবনেও পারবে না কারণ অপু বিশ্বাসকে শাকিব তালাক দেওয়ার পরে অপু বিশ্বাস একদম শেষ হয়ে গেছে রাস্তায় নেমে গেছে। 


Bubly