শশাড়ি নিয়ে উক্তি রোমান্টি।

 
  


    শাড়ি নিয়ে উক্তি রোমান্টি। শাড়ি বাঙ্গালীদের এক ঐতিহ্যের নাম । যুগ যুগ ধরে শাড়ি অনেক বাঙ্গালি মেয়েদের পছন্দের তালিকায় ছিলো । এখনো গ্রাম গঞ্জে শাড়ির অনেক প্রচলন দেখা যায় । যদিও শহরে তুলনামূলক কম দেখা যায় । আসুন দেখে নেই শাড়ি নিয়ে কবিরা কি বলেছেন ।শাড়ি নিয়ে উক্তি শাড়ি নিয়ে উক্তি : ১. নীল শাড়ি আর সাদা ব্লাউজে মেয়েদের ঠিক আকাশের মতো মতো লাগে। — হুমায়ূন আহমেদ। ২. মাঝে মাঝে শাড়ি পরা ভালো। শাড়ির যে ক্ষমতা আছে পৃথিবীর অন্য কোনো পোশাকের এই ক্ষমতা নেই। শাড়ি একটি মেয়ের পার্সোনালিটি বদলে দিতে পারে। — হুমায়ূন আহমেদ। ৩. অনুগ্রহ আর সংস্কৃতি যখন হাত মিলিয়েছিলো, তখন শাড়ি জন্ম নিয়েছিলো। — সমরেশ বসু ৪. ঈশ্বর ভারতীয়দের উপহার দেয়ার জন্য একটা তালিকা তৈরি করেছিলো। আর শাড়ি ছিলো সেই তালিকার শীর্ষে। — সুনীল গঙ্গোপাধ্যায়। আরো দেখুনঃ চুল নিয়ে কবিতা ৫. শাড়িই একমাত্র পোশাক যা কয়েক শতাব্দী ধরে ফ্যাশনের শীর্ষে রয়েছে। — বৈশালী শধঙ্গুলে। ( ভারতীয় ফ্যাশন ডিজাইনার)। ৬. কোনো নারী যখন শাড়ি পরে তখন পুরো বিশ্ব তার অনুগ্রহের প্রশংসা করতে থামে। — সংগৃহীত। ৭. বাঙালি মেয়েদের সবচেয়ে সুন্দর লাগে সাদা শাড়িতে, অথচ এরা সাদা শাড়ি সচরাচর পড়ে না, কারণ সাদা বিধবাদের রং। — হুমায়ূন আহমেদ। ৮. শাড়িটি বহু মহিলা-দেবী দুর্গাকে আঁকিয়েছে যারা রাক্ষসকে পরাজিত করেছিল, যুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বদানকারী রানী লক্ষ্মীবাই। একটি শাড়ি আমাকে এত কৃপণ তবুও এত শক্তিশালী মনে করে। — মহাশ্বেতা দেবী৷ ৯. সাদা শাড়ি পড়ে মেয়েরা অনায়াসে পূর্ণিমার জ্যোছনার সাথে মিশে যেতে পারে। — হুমায়ূন আহমেদ। ১০. যখন কোনো মেয়ে শাড়ি পড়ে , তখন তার ধর্ষণের আশঙ্কা একটু হলেও কমে। — সংগৃহীত। ১১. যুবতী, ক্যানবা করো মন ভারী, পাবনা থ্যাহ্যা আন্যে দেব টাকা দামের মটরি (পাবনা অঞ্চলের বিখ্যাত শাড়ি) — লোকসংগীত ১২. যেইখানে কল্কাপেড়ে শাড়ি প’রে কোনো এক সুন্দরীর শব চন্দন চিতায় চড়ে—আমের শাখায় শুক ভুলে যায় কথা; সেইখানে সবচেয়ে বেশি রূপ—সবচেয়ে গাঢ় বিষণ্নতা; — জীবনানন্দ দাশ ১৩. যদি আমি রেগে থাকি, পড়ে এসো শাড়ি খুব করে বকে দিলেও, নিবোনা আর আড়ি। — ফয়সাল আহমেদ। ১৪. মেয়েরা যখন মায়ের শাড়ি পড়তে শুরু করে, ঠিক তখন থেকেই মেয়েরা বড় হতে শুরু করে। — হুমায়ূন আহমেদ। ১৫. প্রেমিকা মানে এক চোখ কালো কাজল, নীল শাড়ি আর হাতভর্তি কাঁচের চুড়ি। শাড়ি ছাড়া প্রেমিকা মানায় না। — সংগৃহীত।
    শাড়িতেই সুন্দর নারী🥰

    ১৬. অগ্নি পাটের শাড়ি কন্যা, যখন নাকি পড়ে স্বর্গের তারা লজ্জা পায়, দেখিয়া কন্যারে। — দ্বিজ ঈশান। ১৭. ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। — রবীন্দ্রনাথ ঠাকুর। Read More আন্দোলন নিয়ে উক্তি ১৮. শাড়ির জিতে যাওয়াটা ফিকেই হতো যদি না পাঞ্জাবি থাকতো। — চিরকুট। ১৯. খুব যত্নে পড়া টিপ, আর কাজল কালো চোখ অগোছালো শাড়ি, সব তোমার নামেই হোক। — ইন্দু। ২০. কে যেন আমায় একদিন জিজ্ঞেস করেছিলো, দুনিয়ায় সেরা গন্ধ কিসের? আমি আচমকাই বলেছিলাম মায়ের শাড়ির আঁচলের। — সংগৃহীত। ২১. যে নারী শাড়ি পড়তে জানে না, সে নারী অপূর্ণ। — সংগৃহীত। ২২.শাড়ি পৃথিবীর সবচেয়ে আবেদনপূর্ণ অথবা শালীন পোশাক। শুধু শালীন নয়, মার্জিত এবং সুস্মিত পোশাক। — স্যার আব্দুল্লাহ আবু সায়ীদ। ২৩. শাড়ি বলতে ছয় গজ নিখুঁত নমনীয়তাকে দেখায়। — সংগৃহীত। ২৪. আমি আধুনিকা নারীদের চেয়ে ছয় গজ এগিয়ে থাকি, কারণ আমার পছন্দের পোশাক শাড়ি। — মৈত্রেয়ী দেবী। ২৫. তিন চারটে জায়গায় রিফু, ছেঁড়া আর তালি দেওয়া শাড়ি পরেও যে মানুষটা হাসিমুখে ঘুরে বেড়ায় তার নাম মা। — সংগৃহীত। ২৬. আপনি যখন নিজের জীবনকে মুড়ে ফেলার ঝামেলা অনুভব করেন, তখন নিজেকে শাড়িতে জড়িয়ে রাখুন এবং স্টাইলের সাথে লড়াই করুন। — বিদ্যা বালান। ২৭. প্রতিটা নারী চায় নিজেকে আঁকতে। আর পোশাকের মাধ্যমে নিজেকে আঁকার সবচেয়ে ভালো উপায় হলো শাড়ি। কারণ শাড়ি চারদিকে ছড়িয়ে থাকে অর্থাৎ চারপাশ দিয়ে আঁকা হয়। — সংগৃহীত। ২৮. আমি ভারতীয়দের হিংসা করি কারণ ওদের কাছে শাড়ির মতো একটি অসামান্য, ফ্যাশনেবল পোশাক রয়েছে। – অ্যালেক্সা চুং ( বিট্রিশ ফ্যাশন ডিজাইনার) শাড়ি নিয়ে ক্যাপশন : প্রিয় বন্ধুরা আপনি এখানে পাবেন শাড়ি নিয়ে ক্যাপশন । উপরে আমরা অনেক গুলো শাড়ি নিয়ে উক্তি দিয়েছি । উক্তি দেয়ার পর তাই এখন কিছু ভিন্ন রকমের ক্যাপশন দিয়েছি । আপনি হয়তো এই ধরণের কিছু ক্যাপশন খুঁজছেন । আর এখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের ক্যাপশন । তাই আসুন তাহলে দেখে নেয়া যাক ক্যাপশন গুলো । ১. অপরূপা নারী যার অঙ্গে শোভা শাড়ি। ‌ একজন বাঙালি কন্যা, সে শাড়িতেই সবচেয়ে সুন্দর। ২. কত শতাব্দীর ঐতিহ্য ধরে রেখেছে এই শাড়ি। কে জানে ওই শাড়ির আঁচলে একজন মেয়ে কতটা ভালোবাসা লুকিয়ে রাখে? ৩. মাঝে মাঝে আমার সামনে শাড়ি পড়ে এসো। শাড়ির যে আহ্বান তা আর কোন পোশাকে নেই। ৪. তুমি যখন শাড়িতে সাজো তখন আমি তোমাকে উপেক্ষা করতে পারি না। নদী যেভাবে সাগরের দিকে ছুটে যায় আমিও ঠিক সেভাবেই তোমার দিকে ছুটে আসি। ৫. তুমি যখন লাল পাড়ের সাদা শাড়ি পরো। তখন যেন তুমি জোছনার সাথে মিশে যাও। ৬. একটা লাল শাড়ি আর একটু মুচকি হাসি একজন প্রেমিকের হৃদয়ের হৃদয়েশ্বরী হয়ে ওঠার জন্য যথেষ্ট। এটুকুতেই একজন প্রেমিক কুপোকাত হয়ে যায়। ‌ ৭. তোমার রাগ ভাঙাতে আমি শাড়ি পরে আসবো। দেখব ঠিক কতক্ষণ তুমি আড়ি করে থাকতে পারো। Read More Pohela boishakh pic ৮. যেদিন তুমি প্রথম শাড়ি পরে আমার সামনে এসেছিলে, সেদিনই আমার হৃদয় লুট করে নিয়েছিলে। ৯. তোমার শাড়ির মায়ায় জড়িয়ে নিয়েছিলে আমাকে। কি করে এই মুহূর্তটা ভুলে যাব আমি? ১০. প্রেমিকা মানে মায়া ভরা চোখে এক চিলতে কাজল আর অঙ্গে জড়ানো নীল শাড়ি। এক অপরূপ আভায় মায়াচ্ছন্ন করে রাখে তার প্রেমিককে। ১১. যতবার আমার প্রিয়জনকে শাড়িতে দেখেছি ততবারই বিমোহিত হয়েছি। মুগ্ধ নয়নে তাকিয়ে দেখেছি। ১২. শাড়িতে তুমিই বিজয়ী। তবুও আমি হাজার বার হেরে যেতে চাই একই ভাবে একই রূপে। ১৩. অঙ্গে শাড়ি জড়িয়ে তোমার বিধ্বংসী চাহনিতে আমাকে এলোমেলো করে দিও। আমি চাই এই ঝড় যেন থেমে না যায়। ১৪. আমাকে ইমপ্রেস করতে তোমার খুব বেশি কিছু করতে হবে না। শুধু লাল শাড়িতে সামনে এসো। আমি ই হয়তো তোমাতে বিলীন হয়ে যাব। ১৫. যত্নে পরা শাড়ি আর রত্নাকর টিপ, হঠাৎ যেন জ্বেলে দিল হাজার প্রদীপ। ১৬. আমার মায়ের শাড়ির আচলের সুবাস কখনো পুরনো হয়নি। আর হবেও না। যেন জন্ম-জন্মান্তরের মায়ায় বেধেছে এই সুবাস। ১৭. একজন নারী তার শাড়িতে নিজেকে আলপনায় এঁকে নেয়। যার যার ব্যক্তিত্বের ওপর তার শাড়ি নির্ভর করে। ১৮. আজ আমার আবেগের অসুখ হয়েছে। আর তার প্রতিষেধক হচ্ছে তোমাকে শাড়ি পরিহিত অবস্থায় নিজের চোখে দেখা। ১৯. তোমাকে শাড়িতে যতটা সুন্দর দেখায় তা আর কোন পোশাকে দেখায় না। শাড়িতে যেন অনিন্দ্য হয়ে ধরা পড়ো তুমি। ২০. শাড়িতে তুমি নাকি তোমাতে শাড়ি? কে কাকে জড়িয়ে নিয়েছিল সে প্রশ্ন না হয় আজ থাক। ২১. শাড়িতে তোমাকে প্রথম দেখা, আর এক অবাধ্য অনুভূতি গ্রাস করে নিয়েছিল আমাকে। তোমাকে যে আমার পেতেই হত। ২২. অঙ্গে শাড়ি জড়িয়ে রূপ ছাপিয়ে হেঁটে চলেছ তুমি। আর আমার হৃদয় প্রদীপ কেঁপে উঠেছিল প্রতিটা মুহূর্তে মুহূর্তে। ২৩. যতবার তোমাকে দেখার সুযোগ পাবো, ততবারই তোমাকে শাড়িতে কল্পনা করব। কারণ শাড়িতে তুমি অনন্য অসাধারণ। শাড়ি নিয়ে রোমান্টিক ক্যাপশন : শাড়ি নিয়ে রোমান্টিক ক্যাপশন নিয়ে আমাদের আজকের পোস্ট । ক্যাপশন গুলো ফেসবুকে শাড়ি পরা ছবির সাথে ক্যাপশন হিসেবে দিতে পারেন । শাড়ি পরা ছবির সাথে এই ক্যাপশন গুলো অনেক মানাবে । তাহলে আসুন দেখে নেয়া যাক ক্যাপশন গুলো । শাড়ি নিয়ে রোমান্টিক ক্যাপশন ১. অল্প সাজেও একটা পারফেক্ট শাড়ি, একজন মেয়েকে সুন্দরী নারীতে রূপান্তরিত করে। আর এই শাড়িতে ভালোবাসার মুহূর্ত তৈরি হয়। ২. শাড়িতে বরাবর ই কমনীয়তা এবং নমনীয়তা কে প্রদর্শন করে। তাই শাড়িতে নারীর চোখে আটকে যায় পুরুষের চোখ। ৩. শাড়িতে তোমায় দেখার এক মুহূর্ত যেন, হাজার থেকেও লাখো বন্ধু। এক একটা মুহূর্তে তোমার কাছে আসতে চাই। Read More মানসিক শান্তি নিয়ে উক্তি ৪. তোমার শাড়ির ভাঁজে ভাঁজে, আমার চোখের নজরানা সাজিয়ে দিতে চাই। যেন এক এক পলকে তোমাকে আরো কাছে পাই। ৫. শাড়ি পরে যখন সামনে আসো। তখন মনে হয় যেন শতাব্দী নিয়ে তোমায় দেখছি। যুগ যুগ ধরে তোমার এই চেনা রূপ যেন আমার কাছে অনেক অচেনা। ৬. শাড়িতে তুমি কতটা সুন্দর তা বলার উপমা আমার কাছে নেই। তবে এটুকু বলতে পারি তোমায় শাড়িতে এক অনিন্দ্য সুন্দর এর আবরনে দেখতে পাচ্ছি। ৭. কি করে বোঝাই তোমাকে! আমি যখন তোমাকে শাড়ি পড়া অবস্থায় দেখি, নিজকে ধরে রাখতে পারি না। সব ভেঙ্গে চুরে তোমার ভালোবাসায় ঝাঁপিয়ে পড়ি। ৮. কি জানি আর কতবার তোমাকে শাড়িতে দেখে জ্ঞান হারানোর মতো হয়ে যাবো। তোমার সৌন্দর্যে আমি যে বার বার লুটিয়ে পড়ি। ৯. শাড়ির আবরণে তোমায় দেখার তৃষ্ণা আমার অনন্তকালের। তৃষ্ণা কখনো মিটবে না। যদি পারো এই তৃষিত হৃদয়কে পূর্ণ কর। ১০. শাড়িতে আসলে তুমি শতরূপা। তোমায় যতবার দেখি ততবারই মনে হয়, তোমার সৌন্দর্যের আগুনে এবার বুঝি ঝলসে যাবো। ১১. তোমায় শাড়িতে জড়িয়ে কতো স্মৃতি বিজড়িত মুহূর্তের সাক্ষী হয়েছিলাম। কতটা কাছে এসেছিলে তুমি। তাহলে চলো হয়ে যাক আরেকবার। ১২. কোন একদিন আমি না হয় কালো কুর্তা পড়বো। আর তুমি শাড়িতে সেজে এসো। নতুন এক মুহূর্ত তৈরি করব দুজনে মিলে। ১৩. আমার মনে আছে সেদিনের সেই মুহূর্তটা। যেদিন তুমি শাড়ির আচ্ছাদনে নিজেকে আবৃত করে নতুন উপমায় সাজিয়ে নিয়েছিলে। ১৪. একজন নারীর কাছে শাড়ির আবেদন ঠিক ততখানি। একজন প্রেমিকের কাছে তার প্রেয়সির খোলা চুলের যতখানি আয়োজন। ১৫. তোমাকে কামনার চোখে দেখার ও একটাই কারণ। তোমার শাড়ি। বোঝো তুমি কতোটা যন্ত্রণা হয় আমার? তোমাকে একটু ছুঁয়ে দিতে চাই অনুমতি। শেষ কথা : প্রিয় বন্ধুরা আমাদের এই শাড়ি নিয়ে উক্তি ও ক্যাপশন গুলো আপনাদের কাছে কেমন লাগলো ? আশাকরি অনেক ভালো লেগেছে এগুলো আপনাদের কাছে ।